বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ে শোকের আবহ

হোম পেজ » ভোলা » বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ে শোকের আবহ
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫


 

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ে শোকের আবহ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

গণতন্ত্রের আপসহীন নেত্রী, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন।

শোকের এই সংবাদ ছড়িয়ে পড়লে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ে শোকের আবহ নেমে আসে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি সাত দিনের শোক কর্মসূচি শুরু করেছে।

কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়। দলীয় কার্যালয়ের সামনে কালোপতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলা বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত চলতে দেখা যায়। চরফ্যাশন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত থেকে শোক প্রকাশ করেন।

এ সময় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রহরণের বিরুদ্ধে আজীবন সংগ্রামী ছিলেন। তিনি ছিলেন এক আপসহীন নেত্রী। জেল-জুলুম, নিপীড়ন, মিথ্যা মামলা ও দীর্ঘদিনের অসুস্থতাকে উপেক্ষা করে তিনি লড়াই চালিয়ে গেছেন। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা ছিল অনন্য।

চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না। তিনি ছিলেন প্রতিবাদের সাহস ও আপসহীনতার প্রতীক। তিনি ছিলেন গণতন্ত্রের বাতিঘর। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম যুগের পর যুগ মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর শূন্যতা দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি।

বাংলাদেশ সময়: ১৯:০৮:৩০ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ