
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমাদানের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত সাতজন তা জমা দিয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, এনডিএফ-এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে গত বুধবার (২৪ ডিসেম্বর) ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তা জমা দেওয়া হয়নি।
এ বিষয়ে আনোয়ার হোসেন মঞ্জু গণমাধ্যমকে বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এ কারণেই মনোনয়নপত্র জমা দেননি বলে জানান তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে শামীম সাঈদী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ফয়সাল খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আহমদ সোহেল মনজুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন, জাতীয় পার্টি (জেপি) থেকে মো. মাহিফুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত দত্ত জানান, মনোনয়ন জমাদানের শেষ দিনে সংশ্লিষ্ট প্রার্থীরা তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন।