মির্জাগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫


 

মির্জাগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ মুন্সী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মুহাম্মদ সিরাজুল হক, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ ছালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা ও মির্জাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বাঁধন।

সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ গুরুত্বারোপ করেন। তারা অভিযান চালানো, মাদককারবারী ও সেবনকারীদের প্রতিহত করা, সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট কার্যক্রম জোরদার করা, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং অনলাইন জুয়া প্রতিরোধে উদ্যোগ নেওয়ার বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তারা ২৩ ডিসেম্বর সুবিদখালী সরকারি কলেজের পিছনের বালুর মাঠে একজন কলেজ শিক্ষার্থীকে কিশোর গ্যাং কর্তৃক হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২০:৫২:৩৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ