হঠাৎ নদীভাঙন: কাউখালীর আমরাজুড়ি ফেরি দুদিন ধরে বন্ধ

হোম পেজ » পিরোজপুর » হঠাৎ নদীভাঙন: কাউখালীর আমরাজুড়ি ফেরি দুদিন ধরে বন্ধ
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫


 

হঠাৎ নদীভাঙন: কাউখালীর আমরাজুড়ি ফেরি দুদিন ধরে বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুর সড়ক বিভাগের গড়িয়ারপাড়-বানারীপাড়া-ছারছীনা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী মহাসড়কের কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাটে আকস্মিক নদীভাঙনে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। আশোয়া আমরাজুড়ি প্রান্তে নদীভাঙনে ফেরির পন্টুনের গ্যাংওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত দুই দিন ধরে এই রুটে পারাপার বন্ধ রয়েছে।

জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) রাতের কোনো এক সময় নদীভাঙনের ঘটনা ঘটে। আজ সোমবার (২৯) পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা চরম দুর্ভোগে পড়েছেন। ফেরি বন্ধ থাকায় বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, বাগেরহাট ও স্বরূপকাঠীসহ এ মহাসড়ক ব্যবহারকারী সব ধরনের যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।

এদিকে পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরূপকাঠী প্রান্তে আকস্মিক নদীভাঙনের কারণে ফেরিঘাটের এপ্রোচ সড়কের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য ২৮ ডিসেম্বর সকাল থেকে আমরাজুড়ি ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মেরামত কাজ শেষ হলে আগামী ৩১ ডিসেম্বর বিকাল ৪টার পর ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিঘাটে মেরামত কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২৮ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ