পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন ও জামায়াতের মনোনয়নপত্র দাখিল

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন ও জামায়াতের মনোনয়নপত্র দাখিল
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫


 

পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন ও জামায়াতের মনোনয়নপত্র দাখিল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান কলাপাড়া উপজেলা রিটার্নিং অফিসার কাউছার হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নাঈমুল ইসলাম নাঈম, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, অ্যাডভোকেট নুরু হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কলাপাড়া উপজেলা আমীর মুহাম্মদ আব্দুল কাইউমও মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কলাপাড়া উপজেলা নায়েবে আমীর আব্দুল খালেক ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা মসজিদুল আলম, রাঙ্গাবালী উপজেলা আমীর মাওলানা কবির হোসেন, কুয়াকাটা পৌরসভার সাবেক আমীর মাওলানা মাইনুল ইসলাম মান্নান, অ্যাডভোকেট মহিউদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর একদিন আগে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১২ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ