গোপালগঞ্জের বিভিন্ন চার্চে বড়দিন উদযাপন

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জের বিভিন্ন চার্চে বড়দিন উদযাপন
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫


গোপালগঞ্জের বিভিন্ন চার্চে বড়দিন উদযাপনসাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে খ্রিস্টান ধর্মালম্বীরা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উদযাপন করেছেন। সকাল থেকেই জেলার বিভিন্ন চার্চে প্রার্থনা ও আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলার কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে প্রার্থনা, আলোচনা সভা এবং নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপনটি সম্পন্ন হয়। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, এই দিনে যিশুখ্রিষ্টের জন্মজয়ন্তী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহ-সভাপতি মিস্টার উইলিয়াম ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহ-সভাপতি জেমস হেবল বাড়ৈ, অশোক বৈরাগী, মার্ক সিকদার, কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চের সম্পাদক জাকব বৈদ্য ও সহ সম্পাদক ইলিয়াকিম কুন্ডা। এছাড়া চার্চের সাবেক পালক প্রমঞ্জন বালা এবং এলাকার শিশু, যুবক ও বৃদ্ধরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪৭ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ