চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বড়দিন উদযাপন

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বড়দিন উদযাপন
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫


 

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বড়দিন উদযাপন

সাগরকন্যা প্রতিবেদন, চাঁপাইনবাবগঞ্জ

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে জেলার বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনার মাধ্যমে দিবসটির সূচনা হয়।

প্রার্থনায় দেশবাসীসহ সবার শান্তি ও মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে দেশের কল্যাণে নিজেদের আরও বেশি নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণে কেক কাটা হয়। পরে নাচ, গান ও নানা সাংস্কৃতিক আয়োজনে আনন্দে মেতে ওঠেন তারা। এ সময় একে অপরকে বড়দিন ও আসন্ন নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

খ্রিষ্টধর্মাবলম্বীরা জানান, অন্যান্য বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:২০:১০ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ