পিরোজপুর-১ আসনে ধানের শীষের চূড়ান্ত কাণ্ডারি মোস্তফা জামাল হায়দার
হোম পেজ »
পিরোজপুর »
পিরোজপুর-১ আসনে ধানের শীষের চূড়ান্ত কাণ্ডারি মোস্তফা জামাল হায়দার
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন।
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জোটগত সিদ্ধান্তের মাধ্যমে বর্ষীয়ান এই রাজনীতিবিদের হাতেই ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয়। মোস্তফা জামাল হায়দারের মতো অভিজ্ঞ ও হেভিওয়েট নেতার মনোনয়নে পিরোজপুর-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তাদের মতে, তার দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা, জাতীয় রাজনীতিতে দৃঢ় অবস্থান এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি ভোটের মাঠে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
জোটের একক প্রার্থী ঘোষণার পর স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের বিভেদ অনেকটাই কেটে গিয়ে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। দলীয় কোন্দল ভুলে নেতাকর্মীরা একযোগে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।
মনোনয়ন ঘোষণার পর থেকেই পিরোজপুরজুড়ে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। একই সঙ্গে সাধারণ ভোটারদের মাঝেও তার গ্রহণযোগ্যতা ও ‘ক্লিন ইমেজ’ নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পিরোজপুর-১ আসনে ধানের শীষের অবস্থান আরও সুসংহত হবে এবং নির্বাচনী লড়াইয়ে নতুন গতি সঞ্চার হবে- এমন প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের।
বাংলাদেশ সময়: ২১:৩৮:৩৮ ●
৩৪ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)