গৌরনদীতে পাসপোর্ট করতে গিয়ে নিখোঁজের দুইদিনেও সন্ধান মেলেনি যুবকের

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে পাসপোর্ট করতে গিয়ে নিখোঁজের দুইদিনেও সন্ধান মেলেনি যুবকের
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে পাসপোর্ট করতে গিয়ে নিখোঁজের দুইদিনেও সন্ধান মেলেনি যুবকের

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

জরুরি পাসপোর্ট করানোর জন্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে রহস্যজনকভাবে নিখোঁজের দুইদিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি কাওসার হোসেনের (২৫)।

নিখোঁজ কাওসার হোসেন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে। দুইদিনেও কোনো ধরনের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার অসহায় পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, জরুরি পাসপোর্ট করানোর উদ্দেশ্যে রবিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কাওসার। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

কাওসারের কোনো সন্ধান না পেয়ে সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি গৌরনদী মডেল থানা পুলিশকে অবহিত করেন পরিবারের সদস্যরা।

প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কাওসার হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ঢাকার কদমতলী এলাকায় পাওয়া গেছে। ওই স্থানেই শেষবার তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, যেহেতু কাওসার হোসেন ঢাকার কদমতলী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন, তাই তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৩৩ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ