
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বেলকনি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দখলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। মহান বিজয় দিবসেও কমপ্লেক্স ভবনে একটি কাচ্চি রেস্টুরেন্টের বড় ব্যানার ঝুলে থাকতে দেখা গেছে, যা নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলার বেলকনি জুড়ে ‘সকাল–সন্ধ্যা কাচ্চি ঘর’ নামের একটি রেস্টুরেন্টের বড় আকারের ব্যানার টানানো রয়েছে। জাতীয় দিবসে যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরার কথা, সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণা থাকায় মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বীর মুক্তিযোদ্ধা সাগরকন্যাকে বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তাদের আত্মত্যাগ, গর্ব ও সম্মানের প্রতীক। সেখানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যানার টানিয়ে রাখা তাদের জন্য চরম অপমান। এমনকি মহান বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনেও ব্যানারটি অপসারণ না করা লজ্জাজনক। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দীর্ঘদিনেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা যাচ্ছে বলেও তারা জানান।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, বুধবার সন্ধ্যায় বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে ব্যানারটি অপসারণ করা হয়েছে।
এএসআর/এমআর