
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বরিশালের সন্তান শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. বদিউজ্জামান মিন্টু। তিনি বলেন, শরিফ ওসমান হাদির ওপর যারা গুলি চালিয়েছে, তাদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এ ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, প্রকাশ্য দিবালোকে রাজনৈতিকভাবে সক্রিয় একজন ব্যক্তির ওপর হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। দোষীদের গ্রেপ্তারে বিলম্ব হলে বিএনপি কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির শরিফ, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, পৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূঁইয়া, বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম খান, যুবদল নেতা মো. বাদল ভূঁইয়া, যুবদল নেতা মো. বাস্তু সরদারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া ‘গৌরনদীর সর্বস্তরের জনতা’ ব্যানারে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পৃথক একটি প্রতিবাদী মিছিলও অনুষ্ঠিত হয়।