মোংলায় ইজিবাইকের ধাক্কায় বিএনপি কর্মী নিহত

হোম পেজ » খুলনা » মোংলায় ইজিবাইকের ধাক্কায় বিএনপি কর্মী নিহত
শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫


 

মোংলায় ইজিবাইকের ধাক্কায় বিএনপি কর্মী নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোংলায় ইজিবাইকের ধাক্কায় মাকসুদুর রহমান হারুন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মোংলা শ্রমিক সংঘের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি শহর থেকে কমলার মোড় এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শ্রমিক সংঘের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে দেয়ালে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার মৌসুমি ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হারুন মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের সেজো ভাই। তিনি স্টিভিডোরস কোম্পানি আহম্মদ অ্যান্ড কোং-এ ডেক ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ শেখ শাহীনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ইজিবাইকটি জব্দ করা হয়েছে এবং চালক জাহাঙ্গীর মোড়ল (৩৫) কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০:৩৩:৩১ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ