গৌরনদীতে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (আছর বাদ) উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি গ্রামে স্থানীয় সামাজিক উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালালউদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন বার্থী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাইয়ুম হোসেন খান ও মোঃ ইসমাইল হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত খান, শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন খান এবং সমাজ সেবক মোহাম্মদ রুস্তম সরদার।

বার্থী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ কাইয়ুম হোসেন খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণের ফলে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে।

বাংলাদেশ সময়: ১৮:২৯:০৮ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ