মোংলায় আট দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হোম পেজ » খেলা » মোংলায় আট দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫


মোংলায় আট দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মোংলায় আট দলীয় ভলিবল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরতলীর কানাইনগর এলাকায় বিকেল সারে তিনটায় ভলিবল খেলা উদ্বোধন করেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও তাদের শারীরিক ও মানসিক গঠন বৃদ্ধিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজক কমিটির।

উদ্বোধনী খেলে অংশগ্রহণ করেন দাকোপ ও মোংলা খেলোয়াড়রা। এসময়  বিভিন্ন বয়সী নারি  পুরুষ  উপস্থিত ছিলেন।

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, যুব সমাজকে আমরা যদি খেলার প্রতি আকৃষ্ট করতে পারি তাহলে তারা জাতীয় পর্যায়ে খেলতে পরবে। তারা দেশে এবং বিদেশে খেলায় আংশগ্রহণ করে এলাকার সুনাম প্রকাশ করবে। বাগেরহাটের অনেক খেলোয়ার আছে যারা দেশে এবং বিদেশী অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছে। এজন্য সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।
শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, আমরা আগামীতে একটা সুন্দর পরিবেশে যেন সবাই একসাথে বসবাস করে পারি। ধর্ম, বর্ণ, নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ নিয়ে সবাই যেন একসাথে  চলতে পারি সেটা হলো আমার প্রতিজ্ঞা। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা নিয়ে কাজ করতে হবে। কারণ এতোদিন রাজনীতি হয়েছে ব্যক্তি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।

এ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব এমএ কাশেম ও উপজেলা যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগসহ অন্যান্যরা।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১৯ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ