চরফ্যাশনে এডিশনাল পিপির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে এডিশনাল পিপির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫


চরফ্যাশনে এডিশনাল পিপির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশনে এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় চরফ্যাশন আদালত প্রাঙ্গণে চরফ্যাশন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এ মানববন্ধন আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা নজরুল নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সজিব শাহরিয়ারের সঙ্গে যোগসাজশ করে এডিশনাল পিপি হযরত আলী হিরণের ওপর হামলা চালায়। তারা জানান, সজিব শাহরিয়ার শুধু একজন আইনজীবীর ওপর হামলা করেই ক্ষান্ত হননি; গত ৫ আগস্টের পর থেকে এলাকার হতদরিদ্র মানুষের বিরুদ্ধেও নানা অপকর্ম করে আসছেন। তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। বক্তারা সন্ত্রাসী সজিব শাহরিয়ারের বিরুদ্ধে সঠিক তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানান।
এদিকে হাসপাতালে শয্যাশায়ী অ্যাডভোকেট হযরত আলী হিরণ সাংবাদিকদের বলেন, হামলাকারীরা এখনো তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
উল্লেখ্য, জি আর ৫২/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব শাহরিয়ার গত ৮ ডিসেম্বর দুপুর ২টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিয়ে এডিশনাল পিপি হযরত আলী হিরণের ওপর হামলা চালায়।
এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ জানান, তিনি সেদিন চরফ্যাশন উপজেলা পরিষদে ইউএনওর সঙ্গে একটি মিটিং শেষে এডিশনাল জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বরের সঙ্গে বের হলে নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ার সেখানে উপস্থিত ছিলেন। সে সময়ে সজিব শাহরিয়ার এডিশনাল জিপিকে বলেন, তুই আমাকে মামলায় দিয়েছিস, আমি তোকে দেখে নেব।
পরে নিরাপত্তার স্বার্থে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী আদালত চত্বর থেকে সজিব শাহরিয়াকে গ্রেফতার করে।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৪৩ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ