মির্জাগঞ্জে হরি মন্দিরে খালেদা জিয়ার রোগমুক্তি প্রার্থনা

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে হরি মন্দিরে খালেদা জিয়ার রোগমুক্তি প্রার্থনা
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫


 

খালেদা জিয়ার আরোগ্য কামনায় মির্জাগঞ্জের হরি মন্দিরে প্রার্থনা

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জের কিসমত রামপুর (বোতলবুনিয়া) সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির প্রবীণ সদস্য বাবু দুলাল চন্দ্র হাওলাদার। প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান রাঢ়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. খলিলুর রহমান মল্লিক, মন্দির কমিটির সভাপতি উত্তম চন্দ্র শিকদার, সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র মিস্ত্রি, সহ-সভাপতি অনিল হাওলাদার, নিরাদ হালদার, কোষাধ্যক্ষ খোকন চন্দ্র শিকদার এবং নারী-শিশু অধিকার ফোরামের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান ও প্রার্থনা পরিচালনা করেন পূর্ব মির্জাগঞ্জ সালেহা মোয়াজ্জেম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু রনজিত চন্দ্র ঢালী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকার কারণেই সারা দেশে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মানুষ প্রার্থনা করছেন। তারাও দ্রুত বেগম জিয়ার রোগমুক্তি কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১:৩৭:২৬ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ