চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫


 

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল ও গুলিসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার মহানন্দা সেতুর টোলপ্লাজায় তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশের একটি দল। এ সময় সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ রয়েল হাসান অরণ্যকে আটক করা হয়। অরণ্য শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রেস কনফারেন্সে উপস্থিত) ওয়াসিম ফিরোজ বলেন, জব্দ করা ৭ দশমিক ৬৫ মিলিমিটার বোরের পিস্তলটি আমেরিকার তৈরি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১২ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ