চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি: বন্ধ রোগ পরীক্ষার সব সেবা

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি: বন্ধ রোগ পরীক্ষার সব সেবা
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি: বন্ধ রোগ পরীক্ষার সব সেবা

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল ৯টা থেকে জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সব ধরনের পরীক্ষা সেবা বন্ধ থাকে।

কর্মবিরতির ফলে রোগ নির্ণয়ে রক্ত, এক্স-রে, আল্ট্রাসনোগ্রামসহ সব ল্যাবরেটরি পরীক্ষা বন্ধ হয়ে যায়। জেলা হাসপাতালের পাশাপাশি শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই কর্মসূচি পালিত হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম এবং ফোরামের সভাপতি আল মামুন কর্মসূচিতে বক্তব্য দেন।

বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোগ নির্ণয় ও ঔষধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বছরের পর বছর তারা বঞ্চিত। ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে অন্য ডিপ্লোমা কোর্সধারীরা সুবিধা পেলেও তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে।

তারা আরও জানান, দাবি পূরণ না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৪০ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ