আগৈলঝাড়ায় শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গণিত শিক্ষক ভজন ওঝার বিরুদ্ধে শিক্ষার্থীদের শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে ৫১ জন অভিভাবক লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র বাড়ৈর কাছে। অভিযোগের পর অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে স্থানীয় অভিভাবকরা বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক ভজন ওঝা বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্নভাবে শ্লীলতাহানী করে আসছিলেন। বিষয়টি মান-সম্মানের ভয়ে দীর্ঘদিন গোপন থাকলেও গত ২০ নভেম্বর সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর পিতা লিখিতভাবে অভিযোগ দাখিল করেন, যেখানে ৫১ জন স্থানীয় অভিভাবকের স্বাক্ষর ছিল।
এই অভিযোগের পর রবিবার সকালে বিদ্যালয় চত্বরে অভিভাবক ও স্থানীয়রা ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। সংবাদ পেয়ে থানার এসআই সৌমেন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তোবা সরকার ও শিথি হালদার জানান, ওই শিক্ষকের অঙ্গভঙ্গি ভালো নয়। তিনি বিনা কারণে আমাদের গায়ে হাত দেন।
অভিযুক্ত শিক্ষক ভজন ওঝা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। কেন এ ধরনের ঘটনা ঘটছে, আমি বুঝতে পারছি না।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র বাড়ৈ অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তিন দিনের মধ্যেই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুব ইসলাম বলেন, প্রধান শিক্ষকের কাছ থেকে ঘটনার কথা জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, আমি ঘটনাটি শুনেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছি। তিনি এসে বিস্তারিত জানালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৩:৩৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ