
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি উঠেছে। আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন করে সোমবার বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থকরা এ দাবি তোলেন। আগৈলঝাড়া প্রেসক্লাব মিলনায়তনে এসময় স্থানীয় বিএনপির এক অংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মাহবুবুল ইসলাম মাহবুব লিখিত বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বিগত ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন। দলের সংকটকালেও তিনি দলত্যাগ করেননি। অথচ ওয়ান-ইলেভেনের সময় দল থেকে সরে যাওয়া কয়েকজন নেতা এখন সম্ভাব্য প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। যারা অতীতে বিএনপি ও জিয়া পরিবারকে মিডিয়ার সামনে সমালোচনা করে বলেছিলেন, আমি এমন দলের এমপি ছিলাম- তা বলতে লজ্জা হয়। এসব ব্যক্তির কাছে থেকে দল ভালো কিছু আশা করতে পারে না।
তিনি আরও বলেন, বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন নতুন করে বিবেচনা করে দীর্ঘদিনের ত্যাগী নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রাণের দাবিতেই আমরা এই আবেদন জানাচ্ছি। ধানের শীষের কোনো বিকল্প নেই- তাই ধানের শীষের পক্ষের নেতাকর্মীরা এই মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. খলিল মোল্লা, বাগধা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজুর রহমান লালু, গৈলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েদ সরদার, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর পাইকসহ স্থানীয় নেতাকর্মীরা।