কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

হোম পেজ » ঢাকা » কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫


 

কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির হলরুমে এ অনুষ্ঠান হয়।

সভায় সভাপতিত্ব করেন কালকিনি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইকরাম। প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও শিশুকানন কিন্ডারগার্টেন কেজি স্কুলের অধ্যক্ষ মো. মিরাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আবুল হোসেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুস আলী।

অভিভাবকদের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠদানের মান বাড়াতে কিন্ডারগার্টেনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, সাধারণ জ্ঞান বৃদ্ধির বিষয়ে শিক্ষকদের বেশি মনোযোগী হতে হবে এবং কোমলমতি শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পড়ার চাপ না দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কিশলয় কেজি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক সোহেল রানা ও শিশুকানন কিন্ডারগার্টেন কেজি স্কুলের সহকারী শিক্ষক সুমি আক্তার সঞ্চালনায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেষে কালকিনি ও ডাসার উপজেলার ১২টি কেজি স্কুলের ৯৮ জন ট্যালেন্টপুল ও ৯০ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৪৫ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ