উপকূল দিবস ঘোষণার দাবি ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কলাপাড়ায় মোমবাতি প্রজ্বলন

হোম পেজ » লিড নিউজ » উপকূল দিবস ঘোষণার দাবি ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কলাপাড়ায় মোমবাতি প্রজ্বলন
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


উপকূল দিবস ঘোষণার দাবি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পটুয়াখালী, ভোলা সহ দক্ষিণ উপকূলজুড়ে কয়েক লাখ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। সেইসব নিহত মানুষের স্মরণে ও সম্মানে বুধবার সন্ধ্যার পর পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি হুমায়ুন কবির, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নাজমুস সাকিব ও নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা উপকূলীয় মানুষের আত্মত্যাগ ও দুর্ভোগের স্মৃতি ধরে রাখতে ১২ নভেম্বর দিনটিকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করার দাবি জানান। এর আগে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৯:৩৬ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ