গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ সরদার (৬৯) এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

মৃত্যুকালে আঃ ওয়াহেদ সরদার দুই স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৪২ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ