পায়ে হেঁটে ঢাকার পথে শিক্ষার্থীদের লংমার্চ

হোম পেজ » ভোলা » পায়ে হেঁটে ঢাকার পথে শিক্ষার্থীদের লংমার্চ
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


পায়ে হেঁটে ঢাকার পথে শিক্ষার্থীদের লংমার্চ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার উদ্দেশ্যে লংমার্চ শুরু করেছেন চরফ্যাশনের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চরফ্যাশন টাওয়ার প্রাঙ্গণ থেকে তারা যাত্রা শুরু করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ।

লংমার্চে অংশ নিয়েছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন- ভোলা-বরিশাল সেতু চাই, ভোলার গ্যাস ভোলায় চাই।

শিক্ষার্থীরা জানান, এসব দাবি ভোলাবাসির দীর্ঘদিনের প্রাণের দাবি। জেলার ২২ লাখ মানুষের পক্ষে তারা রাজপথে নেমেছেন। তারা পায়ে হেঁটে ঢাকার সেতু ভবনের সামনে গিয়ে অবস্থান নেবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

লংমার্চে অংশগ্রহণকারী শিক্ষার্থী রায়হান সাগরকন্যাকে বলেন, ভোলার মানুষ সবসময় অবহেলিত। আমরা উন্নয়ন চাই, অবহেলা নয়। আমাদের এই শান্তিপূর্ণ লংমার্চের মাধ্যমে দাবি আদায় করতে চাই। আগামী সোমবার তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ৯:২০:৩১ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ