কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ার তাড়িকাটা বাজার এলাকায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে দিকে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

দণ্ডপ্রাপ্তরা হলেন জুনায়েদ আহমেদ জিসান (২৪) ও মো. আবু সাইদ (১৯)। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হন। আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযানে কলাপাড়া থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০৩ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ