গৌরনদী হাসপাতালে আধুনিক চিকিৎসার নতুন যুগ

হোম পেজ » বরিশাল » গৌরনদী হাসপাতালে আধুনিক চিকিৎসার নতুন যুগ
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫


গৌরনদী হাসপাতালে আধুনিক চিকিৎসার নতুন যুগ

মোঃ মেহেদী হাসান, সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সেবা চালু হয়েছে। হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ, ল্যাবরেটরি ও প্রসূতি সেবা সব ক্ষেত্রেই আগের তুলনায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষ করে সিজার (সিজারিয়ান অপারেশন) সেবা নিয়মিতভাবে চালু হওয়ায় এলাকার মানুষ স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাচ্ছেন। হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগী সেবার মান ও চিকিৎসক-নার্সের উপস্থিতি সব মিলিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন আধুনিক রূপ পেয়েছে।

হাসপাতালের সেবা গ্রহণকারী স্থানীয় রিনা আক্তার সাগরকন্যাকে বলেন, আগে এই হাসপাতালে সেবা নেওয়া যেতো খুব সীমিত সুযোগে। এখন সত্যিই সেবার মান উন্নত হয়েছে। সব পরিষ্কার ও সুবিধাজনক।

একইভাবে সাম্প্রতিক গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা গ্রহণে সন্তুষ্ট গৌরনদী শহরের আলী হোসেন বলেন, এখন হাসপাতালের ডাক্তাররা খুব আন্তরিক। আমাদের সমস্যা শুনে সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহতা জারাব সালেহিন বলেন, আগে এখানে তেমন উন্নত সেবা পাওয়া যেত না। এখন রোগীরা পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা পাচ্ছেন। চিকিৎসক ও নার্সরা আন্তরিকভাবে সেবা দিচ্ছেন।

বরিশাল জেলা সিভিলসার্জন অফিস জানিয়েছে, সরকারের উদ্যোগে আরও আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের কাজ চলছে। এতে ভবিষ্যতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৩৪ ● ১২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ