পিরোজপুরে জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে মানববন্ধন

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫


পিরোজপুরে জেলা প্রশাসককে বহাল রাখার দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরে সদ্য বদলির আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে বর্তমান পদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের টাউন ক্লাব রোডে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সাধারণ জনসাধারণ অংশ নেন।

বক্তারা বলেন, জেলা প্রশাসক আশরাফুল আলম খান যোগদানের পর শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও প্রশাসনিক সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তাঁর নেতৃত্বে জনগণের প্রশাসনের প্রতি আস্থা বেড়েছে। মানববন্ধনের অংশগ্রহণকারীরা দাবি করেন, চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য তাঁকে পদে বহাল রাখা হোক।

বক্তৃতায় অংশ নেন সমাজসেবক রেজাউল হক রিয়াজ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, সমাজসেবক আফজাল হোসেন টিপু, সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম বাবু, সমাজসেবক আলিফ আহমেদ রাজিব, টিম পজিটিভ পিরোজপুর সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, ব্যবসায়ী মো. আসলাম শেখ, শ্রমিক নেতা রাজ্জাক ফকির ও সোহেল শেখ।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০২ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ