মহিপুরে নদীর ধারে ঝুঁপড়ি ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

হোম পেজ » লিড নিউজ » মহিপুরে নদীর ধারে ঝুঁপড়ি ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫


মহিপুরে নদীর ধারে ঝুঁপড়ি ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ফজরের আজান শেষে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা স্থানীয়দের নজরে আসে। নিহতরা হলেন মহিপুর থানা সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)। আকলিমা ছিলেন সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী এবং নিজ পেয়ারপুর গ্রামেই স্বামীর সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজউদ্দিন দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুঁপড়ি ঘরেই দম্পতির বসবাস ছিল।

স্থানীয় বাদল তালুকদার জানান, ফজরের নামাজে যাওয়ার সময় সিরাজউদ্দিনকে দেখতে না পেয়ে তিনি তাদের ঘরে যান। সেখানে গিয়ে দেখেন সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং আকলিমা চৌকিতে নিথর। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ ছিল। ঘরের মাটিতেও রক্তের দাগ দেখা গেছে। আকলিমার শরীরেও রক্তের ছোপ ছিল।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পটুয়াখালী থেকে সিআইডি টিম ঘটনাস্থলে এসেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১:২৩:০৬ ● ২৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ