
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াস ব্লক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াস ব্লক নির্মাণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টেন্ডার আহ্বান করে। এতে তালুকদার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আগৈলঝাড়ার চেঙ্গগুটিয়া ও বেলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৩ লাখ টাকায় দুটি ওয়াস ব্লক নির্মাণের কাজ পায়।
তবে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ৫ শতাংশ লাভে কাজটি গৌরনদী উপজেলার বার্থী গ্রামের মিজানুর রহমান মিন্টুর কাছে হস্তান্তর করে। পরে মিন্টু বেলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজটি আগৈলঝাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী হোসেন স্বপন ভূঁইয়ার কাছে ৩ শতাংশ লাভে বিক্রি করেন। কাজটি শুরু হয় ২০২৫ সালের মার্চে, যা এখনও চলমান।
চেঙ্গগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াস ব্লকের নির্মাণকাজ বাস্তবায়ন করেন সাব ঠিকাদার মিজানুর রহমান মিন্টু। স্থানীয়রা অভিযোগ করেন, শুরু থেকেই সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস. এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পান। তিনি তা সরিয়ে ভালো মানের সামগ্রী ব্যবহারের নির্দেশ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা খানম বলেন, ঠিকাদার নিম্নমানের সামগ্রী আনলেও এলাকাবাসীর আপত্তির কারণে তা ব্যবহার করতে পারেননি।
সাব ঠিকাদার মিজানুর রহমান মিন্টু জানান, রেডি মিক্স ভালো না থাকায় কিছু সমস্যা হয়েছিল। এখন নিম্নমানের সামগ্রী থাকলে তা পরিবর্তন করা হবে।
আগৈলঝাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস. এম. আবুল কালাম আজাদ বলেন, নিম্নমানের সামগ্রীর বিষয়টি জানার পর সরেজমিন গিয়ে তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ভালো মানের সামগ্রী দিয়েই কাজ চলছে।