বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় শিশু শ্রমিক নিহত

হোম পেজ » খুলনা » বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় শিশু শ্রমিক নিহত
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


 

বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় শিশু শ্রমিক নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে দ্রুতগামী বাসের চাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামে এক পথচারী শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিরুল কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি বাবার সঙ্গে ফকিরহাটের কাটাখালী এলাকায় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কাজে যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী ‘সেতু পরিবহন’-এর একটি বাসের চাপায় গুরুতর আহত হন সামিরুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম পাল সাগরকন্যাকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ জানান, দুর্ঘটনার পর শিশুটির মরদেহ উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:০৪ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ