পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের ৫৭৩৩ শিক্ষকের পূর্ণদিবস কর্মবিরতি

হোম পেজ » লিড নিউজ » পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের ৫৭৩৩ শিক্ষকের পূর্ণদিবস কর্মবিরতি
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


 

পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের ৫৭৩৩ শিক্ষকের পূর্ণদিবস কর্মবিরতি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১৭১টি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। তাই সকাল থেকে বিদ্যালয়ে আসা বেশির ভাগ শিক্ষার্থী ফিরে গেছেন বাড়িতে। আর এ উপজেলার ৭৪৫ জন সহকারী শিক্ষকের মধ্যে বিদ্যালয়ে আসা শিক্ষকরা অবস্থান নিয়েছেন অফিস কক্ষে।

জানা গেছে, পটুয়াখালী জেলায় ১২৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৭৩৩ জন সহকারী শিক্ষক রবিবার (৯ নভেম্বর) একযোগে পালন করছেন পূর্ণদিবস কর্মবিরতি। এতে জেলার ১ লাখ ৮৮ হাজার ১৮০ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

সকাল থেকে ক্লাস শুরু না হওয়ায় স্কুলে আসা অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে। অন্যদিকে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষকরা অফিস কক্ষে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন।

শিক্ষকরা জানান, শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪:২৫:০৮ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ