বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনকে সমর্থন জানালেন সজল

হোম পেজ » লিড নিউজ » বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনকে সমর্থন জানালেন সজল
বুধবার ● ৫ নভেম্বর ২০২৫


বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনকে সমর্থন জানালেন সজল

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও দলের প্রতি অগাধ শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমি মনোনয়ন না পাওয়ায় আমার কোনো নেতাকর্মীদের হতাশ হওয়ার কারণ নেই। তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশই সর্বোচ্চ।

গাজী কামরুল ইসলাম সজল বলেন, গৌরনদী-আগৈলঝাড়া আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন। দলের ঐক্য অটুট রাখতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে ও শহর পর্যায়ে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন। বিএনপির পতাকা যেন বিজয়ের মঞ্চে আবারও উড়তে পারে।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১০:০৪ ● ৯৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ