নেছারাবাদে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫


নেছারাবাদে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে রনি আহম্মেদ (৩৪) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। এসময় তার দেখানো মতে বসতঘরের সামনে থেকে কালো রঙের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিঃ পটুয়াখালী-ল-১১-১৩৪৭) উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির তেলের ট্যাংক, সিট ও সাইড কভার ছিল না।

এজাহার সূত্রে জানা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদে রনি আহম্মেদ স্বীকার করে যে, সে মোটরসাইকেল চুরি করে মোঃ অপু হাওলাদার ওরফে সুরুজের মাধ্যমে বিক্রি করত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন সকালে আটঘর বাজার এলাকা থেকে সুরুজকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের মোঃ জামাল মৃধার ছেলে রনি আহম্মেদ (৩৪) এবং বরিশাল সদর উপজেলার রুইয়ারপুল এলাকার মোঃ আমজেদ আলীর ছেলে মোঃ অপু হাওলাদার ওরফে সুরুজ।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন বলেন, চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া উভয় আসামির বিরুদ্ধেই পূর্বে একাধিক মামলা রয়েছে।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৫:১৬ ● ১৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ