তালতলী বিএনপির আহ্বায়ক শহীদুলকে কারণ দর্শানোর নোটিশ

হোম পেজ » বরগুনা » তালতলী বিএনপির আহ্বায়ক শহীদুলকে কারণ দর্শানোর নোটিশ
রবিবার ● ২ নভেম্বর ২০২৫


তালতলী বিএনপি আহ্বায়ক শহীদুলকে কারণ দর্শানোর নোটিশ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হকের বিরুদ্ধে নৈতিক স্খলন ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। রবিবার বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. হুমায়ুন হাসান শাহীন স্বাক্ষরিত চিঠিতে আগামী ১০ নভেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, গত ২৫ অক্টোবর শুঁটকি উৎপাদনের স্থান দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে শহীদুল হকের বিরুদ্ধে একপক্ষ মানববন্ধন করে। পরে তার সমর্থকরা পাল্টা মানববন্ধন করলে বিষয়টি জেলা নেতাদের নজরে আসে। এরপর দলীয় ভাবমূর্তি রক্ষায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নৈতিক স্খলনজনিত অপরাধে প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শহীদুল হক বলেন, দীর্ঘ ২২ বছর ধরে বিএনপিতে আছি, দলের কঠিন সময়েও কাজ করেছি। আমার বিরুদ্ধে কী অভিযোগ তাও জানি না, নোটিশের জবাব দিতে গেলে জানতে পারব।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. হুমায়ুন হাসান শাহীন বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় কোনো ছাড় নেই। অভিযোগ প্রমাণিত না হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৫৫ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ