
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার তালতলী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) অসিম চন্দ্র দাশের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার তাতীপাড়া গ্রামের মো. চুন্নু মৃধা রবিবার বিকেলে এ অভিযোগ এনে বরগুনা জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়েছে, এসআই অসিম একটি চাঁদাবাজি মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর মামলার সঠিক প্রতিবেদন দিতে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। চুন্নু মৃধা বাধ্য হয়ে ৫০ হাজার টাকা প্রদান করলেও এসআই অসিম মিথ্যা চার্জশিট দাখিল করেন বলে অভিযোগ। অভিযোগের পর থেকে তিনি নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও পাচ্ছেন।
ঘটনার সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ তাতীপাড়া গ্রামের রিপন মৃধাকে প্রভাবশালী মাসুম বিল্লাহসহ কয়েকজন মারধর করে গুরুতর আহত করে। পরে রিপনের বাবা আনোয়ার মৃধা আদালতে মামলা করলে বিচারক সেটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরই মধ্যে আসামি পক্ষ একই আদালতে রিপনের স্বজনদের আসামি করে পাল্টা চাঁদাবাজির মামলা দায়ের করে, যার তদন্তের দায়িত্ব পান এসআই অসিম চন্দ্র দাশ।
চুন্নু মৃধার অভিযোগ, এসআই অসিম এক লাখ টাকা ঘুষ দাবি করেন, না দিলে মিথ্যা চার্জশিট দেবেন বলেন। নিরুপায় হয়ে ৫০ হাজার টাকা দিই, কিন্তু তবুও তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা চার্জশিট দেন। তিনি বলেন, অভিযোগ দেওয়ার পর এখন আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।
অভিযোগ প্রসঙ্গে এসআই অসিম চন্দ্র দাশ বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বিষয়টি তদন্তাধীন।
বরগুনা পুলিশ সুপার মো. আল মামুন সিকদার বলেন, তদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচকে/এমআর