কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট দিয়ে গণসংযোগ

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট দিয়ে গণসংযোগ
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট দিয়ে গণসংযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে শুক্রবার (৩১অক্টোবর) নেতৃত্ব দেন পিরোজপুর -২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও ভান্ডারিয়া  উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন।
তিনি কাউখালী হাসপাতাল রোড, দক্ষিন বাজার, উত্তর বাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট ও গণসংযোগ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ  সম্পাদক মাসুদ রানা পলাশ, কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা  বিএনপি  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
এ সময় আহম্মদ সোহেল মনজুর সুমন  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৮:৪৭ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ