সর্বশেষ
মঠবাড়িয়ায় ব্যক্তিগত অর্থায়নে দুই ব্রিজ, স্বস্তি ১০ হাজার মানুষের পরকিয়ার জেরে স্ত্রীর মৃত্যু আমতলীতে আত্মহত্যা হিসেবে চালানোর অভিযোগ হত্যা মামলায় বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ, আমতলীতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ খতিয়ে দেখবেন ইউএনও আগৈলঝাড়ায় অফিস সময়েও প্রবেশ বন্ধ, কক্ষে বসেই কাজের অভিযোগ মির্জাগঞ্জে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে ইউসিবি ব্যাংকের কম্বল বিতরণ মাদক সেবনের ভিডিও ভাইরাল দশমিনায় আতঙ্কে অভিভাবক; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মানববন্ধন ভুক্তভোগীদের গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা লোপাট বরগুনার সাবেক জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

বরগুনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই শতাধিক বৃক্ষরোপণ

হোম পেজ » বরগুনা » বরগুনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই শতাধিক বৃক্ষরোপণ
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


বরগুনায় জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই শতাধিক বৃক্ষরোপণ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

‘স্মৃতি রাখি, বাঁচাই প্রকৃতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা গড়ে তুলতে বরগুনার তালতলীতে দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর এলাকায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নিদ্রা পর্যটন কমিটি ও নিদ্রা আনন্দ স্কুলের উদ্যোগে এ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। যার মধ্যে রয়েছে- অর্জুন, বহেরা, হরীতকী, নীম, বেল, কাঁঠাল, আমড়া, পেয়ারা, বাদাম, তেঁতুল, আমলকি, বকুল, কৃষ্ণচূড়া ইত্যাদি।

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র কেন্দ্রীয় সদস্য শাহরিয়া শাওন, ওয়াটারকিপার্স বাংলাদেশ - এর (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, সাংবাদিক জয়দেব রায়, মো. মোস্তাফিজ, পরিবেশকর্মী এম মিলন, স্থানীয় ইউপি সদস্য শহীদ আকন, বিএনপি নেতা মহিউদ্দিন খান কালজ প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, ‘এ ধরণিতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

 

 

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৯:১০ ● ১৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ