বরগুনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই শতাধিক বৃক্ষরোপণ

হোম পেজ » বরগুনা » বরগুনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই শতাধিক বৃক্ষরোপণ
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


বরগুনায় জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই শতাধিক বৃক্ষরোপণ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

‘স্মৃতি রাখি, বাঁচাই প্রকৃতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা গড়ে তুলতে বরগুনার তালতলীতে দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর এলাকায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নিদ্রা পর্যটন কমিটি ও নিদ্রা আনন্দ স্কুলের উদ্যোগে এ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। যার মধ্যে রয়েছে- অর্জুন, বহেরা, হরীতকী, নীম, বেল, কাঁঠাল, আমড়া, পেয়ারা, বাদাম, তেঁতুল, আমলকি, বকুল, কৃষ্ণচূড়া ইত্যাদি।

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র কেন্দ্রীয় সদস্য শাহরিয়া শাওন, ওয়াটারকিপার্স বাংলাদেশ - এর (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, সাংবাদিক জয়দেব রায়, মো. মোস্তাফিজ, পরিবেশকর্মী এম মিলন, স্থানীয় ইউপি সদস্য শহীদ আকন, বিএনপি নেতা মহিউদ্দিন খান কালজ প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, ‘এ ধরণিতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

 

 

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১৯:১০ ● ৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ