নাজিরপুরে সৌদি সরকারের কোরবানির গোস্ত পেল এতিমরা

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে সৌদি সরকারের কোরবানির গোস্ত পেল এতিমরা
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


নাজিরপুরে সৌদি সরকারের কোরবানির গোস্ত পেল এতিমরা

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

সৌদি সরকারের প্রেরিত কোরবানির গোস্ত পিরোজপুরের নাজিরপুর উপজেলার এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা এতিমদের হাতে গোস্ত তুলে দেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, এ বছর খুব কম বরাদ্দ পাওয়া গেছে, যা এতিমখানার তুলনায় অপ্রতুল। তবে প্রাপ্ত ২৫ কার্টুন গোস্ত উপজেলার ২০টি এতিমখানা, একটি মহিলা মাদ্রাসা, একটি আলিয়া মাদ্রাসা, একটি শিশু নিকেতন ও একটি সামাজিক সংগঠনের মধ্যে বিতরণ করা হয়েছে।

নাজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, বরাদ্দ পাওয়া গোস্ত সুষ্ঠুভাবে ২৫টি প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। গোস্ত পাওয়া প্রতিষ্ঠানগুলো সৌদি সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২১:৪৮:১৫ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ