বরগুনায় ৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ধর্ষণের আশঙ্কা বাবার

হোম পেজ » বরগুনা » বরগুনায় ৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ধর্ষণের আশঙ্কা বাবার
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা 

অস্টম শ্রেণির স্কুলছাত্রী বিয়েতে রাজি না হওয়ায় অপহরণ করেছে রনি নামের এক যুবক। তিনদিনে ছাত্রীর খোঁজ না পেয়ে তিনজনের বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছে ভুক্তভোগীর বাবা। বৃহস্পতিবার ওই ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। প্রধান আসামী হলো বরগুনা সদর উপজেলার সোনাখালী গ্রামের মোঃ ফারুক মৃধার ছেলে মো: রনি (২০)। অন্য আসামিরা হলেন রনির মা মোসাঃ শারমিন ও বোন নাজমা বেগম।

জানা যায়, বাদি বরগুনা পৌরসভায় বসবাস করেন। তার ১৩ বছরের নাবালিকা মেয়ে বরগুনা পৌরসভার একটি স্কুলে অস্টম শ্রেণিতে পড়াশোনা করে। রনি মেয়েটিকে পথে ঘাটে উত্ত্যক্ত করে। বিয়ে করার প্রস্তাব দেয়। মেয়েটি তার মা বাবার নিকট এসব জানায়। মেয়েটির মা-বাবা রনির মা ও বোনের নিকট অভিযোগও দিয়েছে, ফলে এতে রনি আরও প্রতিশোধ পরায়ন হয়ে উঠে।

বাদি বলেন, আমার মেয়ে নিত্য দিনের মত ২৮ অক্টোবর সকাল ৯ টায় বাড়ি থেকে স্কুলে রওনা দিয়ে যায়। পরবর্তীতে বাসায় ফিরে না এলে আমি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে আমার মেয়ের সন্ধান জানতে চাই। তিনি জানান, আমার মেয়ে স্কুলে আসেনি। পরে রনির বাড়িত গিয়ে তাকেও পাইনি। রনির মা ও বোন তখন বলেছে, আপনার মেয়েকে যদি রনি নিয়ে থাকে, তাহলে আমরা মেয়েকে ফেরৎ দেব। রনির মা-বোন আমার নাবালিকা মেয়েকে তিনদিনেও ফেরৎ দেয়নি। স্থানীয় একজনের বরাত দিয়ে মামলার বাদী বলেন, আমি জানতে পেরেছি- আমার মেয়ে স্কুলে যাবার পথে মাইঠা নামক স্থানে পৌঁছালে রনি ও তার কয়েকজন বন্ধু আমার মেয়েকে খুনের ভয় দেখিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। মেয়ের বাবা আরও বলেন, আমার ধারণা রনি আমার মেয়েকে কোথাও আটক রেখে ধর্ষণ করতে পারে। আমার বেঁচে আছে কিনা তাও জানি না।

এদিকে, এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করে রনির ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৯:০১:১৫ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ