গৌরনদীতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


গৌরনদীতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা, মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসআই মো. সাহতা জারাব সালেহিন।

সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. ইব্রাহীম বলেন, উপজেলার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে নিরাপদ ও উন্নত গৌরনদী গড়ে তোলা সম্ভব।

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন এবং সম্মিলিতভাবে সমাধানের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৯ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ