অর্থ আত্মসাতের অভিযোগ কলাপাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

হোম পেজ » পটুয়াখালী » অর্থ আত্মসাতের অভিযোগ কলাপাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫


মানববন্ধনে অংশগ্রহণকারীরা এবং ইনসেটে অভিযুক্ত ইউপি সদস্য আবুল হাওলাদার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সরকারি সুবিধা প্রদানের নামে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে ধানখালী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের আনন্দবাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেনের বিরুদ্ধে সরকারি ঘর, টয়লেট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জন্ম নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ ও ১৫ টাকা দরের চালের কার্ডের নাম দেয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক ভুক্তভোগী অংশ নেন।

ভুক্তভোগী আক্কাস গাজী বলেন, ৩০ কেজি চাল দেয়ার নামে চার হাজার টাকা নিয়েছে। চাল পাইনি, টাকাও ফেরত দেয়নি। টাকা চাইতে গেলে দেই দিচ্ছে বলে ঘুরায়।

ভুক্তভোগী শাহীন বলেন, টয়লেট দেয়ার নামে ২ হাজার টাকা নিয়েছে। টাকা চাইলে বাড়ি থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলে না।

রোজিনা বেগম জানান, সরকারি ঘর পাইয়ে দেয়ার নামে ২ হাজার টাকা নিয়েছে, কিন্তু ঘর পাইনি। টাকা চাইলে ফেরত দেয়নি।

ভুক্তভোগী স্বর্ণা বলেন, সরকারি সহায়তার তালিকায় নাম তুলতে গেলে ইজ্জত দিতে হয়। আমার স্বামীর কাছ থেকেও ২ হাজার টাকা নিয়েছে। টাকা চাইতে গেলে স্বামীকে মারধর করেছে।

গ্রামবাসী ছোরাব মাতুব্বর বলেন, মেম্বারের নির্যাতন থেকে কেউ বাদ নেই। মামলা, হামলা দিয়ে হয়রানি করে।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আবুল হাওলাদার বলেন, শাহিনের কাছ থেকে অফিস খরচের জন্য ৫ শত টাকা নিয়েছি, বাকিটা তার স্ত্রীকে দিয়েছি। তাকে মারধর করিনি। গ্রামবাসীর অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৬ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ