দুমকিতে যুবদলের খাল পরিষ্কার অভিযান

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে যুবদলের খাল পরিষ্কার অভিযান
বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫


দুমকিতে যুবদলের উদ্যোগে পিরতলা খাল পরিষ্কার অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পরিবেশ রক্ষা ও স্থানীয় জনগণের ভোগান্তি নিরসনে পটুয়াখালীর দুমকিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  পিরতলা খালের ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দুমকি একে হাইস্কুল থেকে থানাব্রিজ পর্যন্ত দীর্ঘ অংশজুড়ে এ পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা যুবদলের এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আহসান ফারুক, সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ন আহবায়ক লাল মিয়া, সৈয়দ সাখাওয়াত হোসেন, সোহেল, সাইদুর রহমান খান ও পিরতলা বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি বশির উদ্দিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালের মধ্যে জমে থাকা কচুরিপানা, ময়লা, প-াস্টিক, পলিথিন ও নোংরা বর্জ্য অপসারণ করেন। এতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সহযোগিতা করেন। যুবদলের নেতৃবৃন্দ বলেন, পিরতলা খালটি দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় পড়ে ছিল। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছিলেন।
যুবদল নেতা সাইদুর রহমান খান বলেন, রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমেও আমাদের দায়িত্ব রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আমরা শুধু খাল পরিষ্কার নয়, জনগণের মাঝে সচেতনতা বাড়াতে চাই। তিনি আরও বলেন, যুবসমাজ এগিয়ে এলে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য দুমকি গড়ে তোলা সম্ভব।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালে ময়লা জমে পানি চলাচল বন্ধ হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল। যুবদলের এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ১২:৪৬:৪০ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ