নেছারাবাদে পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা করতে গিয়ে গ্রেফতার

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা করতে গিয়ে গ্রেফতার
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫


নেছারাবাদে পুলিশকে খলনায়ক বানিয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে পুলিশের নাম ভাঙিয়ে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জয়দেব শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার জুলুহার গ্রামের মৃত কার্তিক চন্দ্র শর্মার ছেলে।

ভুক্তভোগী সোহাগ খান (২০), যিনি সেহাংগল গ্রামের মো. মাসুম খানের ছেলে, থানায় মামলা করেন প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে। মামলা দায়েরের পর রবিবার (২৬ অক্টোবর) বিকেলে জয়দেব শর্মাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মামলার সূত্রে জানা যায়, জয়দেব শর্মা ও সোহাগ একই ইউনিয়নের বাসিন্দা। সোহাগের স্ত্রী নিখোঁজে যাওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করানোর কথা বলে জয়দেব শর্মা পুলিশের নাম ভাঙিয়ে ১ হাজার ৫০০ টাকা নেয়। পরে সোহাগ থানায় আসার পর বিষয়টি প্রকাশ পায়।

সোহাগ খান বলেন, জয়দেব শর্মা পুলিশকে খরচ দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল। পরে সে স্বীকারও করেছে। অভিযোগে বলা হয়, সে পূর্বেও একই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ছিল।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন বলেন, তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২৪ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ