
সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৩ টায় বাকেরগঞ্জ ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ (পশ্চিমের)সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক,হাতপাখা প্রতিকের মনোনীত সংসদ সদস্য ঝালকাঠি-২ আসন এর ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী, সদস্য কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য উপ-কমিটি,ইসলামি আন্দোলন বাংলাদেশের মোঃ হারুন আর রশীদ, জামায়াতে ইসলাম বাংলাদেশ বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহমুদুন্নবী, ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার অর্থ ও প্রকাশনা সম্পাদক এস এম রফিকুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা নুরুল ইসলাম আল-আমিন,সিনিয়র সহ-সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার মাওলানা মোঃ জামিলুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের মোঃ মাহাবুব আলম, ইসলামি আন্দোলন বাংলাদেশের বাকেরগঞ্জ উপজেলা পূর্ব শাখার মাওলানা মাহাবুবুর রহমান ইলিয়াস সহ ইসলামি আন্দোলন বাকেরগঞ্জ শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের হাত পাখাকে আরো শক্তিশালী করতে হবে,হাত পাখার বিজয় হলে জাতির বিজয় হবে। বাংলাদেশে কুরআনের আলোকে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছে। এবং বাকেরগঞ্জের ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দদের মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানিয়েছেন পাত পাখা মার্কার জন্য এবং সবাইকে সদস্য সংগ্রহ করার আহবান জানান।
জেই/এমআর