
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর(পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে চুরির অপবাদে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই যুবকের নাম সাজ্জাদ শেখ (২৪)। তিনি স্থানীয় হাসান শেখের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে একটি সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সাজ্জাদের সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতি হয়। পরে বিকেলে ওই যুবকেরা “চোর চোর” বলে ধাওয়া করে সাজ্জাদকে প্রকাশ্যে নির্মমভাবে মারধর করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাজ্জাদের পিতা হাসান শেখ বলেন, চুল কাটার সিরিয়াল নিয়ে প্রথমে সামান্য হাতাহাতি হয়েছিল। পরে বিকেলে বাহালী আনসারের ছেলে ইয়াসিনসহ ৮/১০ জন যুবক আমার ছেলেকে চোর সাজিয়ে মারধর করে। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা কায়সার জানান, শনিবার রাত ১০টার দিকে মারধরের ঘটনায় আহত সাজ্জাদ নামের রোগীকে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা মোটামুটি স্থিতিশীল।
এ বিষয়ে নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা শেখ হেলাল উদ্দীন বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয় অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের কাউকে পাওয়া যায়নি।
এএএইচ/এমআর