দশমিনায় সেনা সদস্যের পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় সেনা সদস্যের পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫


 

দশমিনায় সেনা সদস্যের পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় মো. আব্দুল সালাম হাওলাদার (৪৮) নামে এক সেনা সদস্যের পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের বাড়ির পাশের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল সালাম ওই এলাকার মৃত মো. খালেক হাওলাদারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার পর থেকে সালাম হাওলাদার নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে বাড়ির পেছনের বাগানের গাবগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে তারা পুলিশে খবর দেন।

দশমিনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের স্ত্রী মোসা. নাজমা বেগম বলেন, আমার স্বামী ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। কেউ তাকে হত্যা করেনি, আল্লাহর লিখন অনুযায়ীই তিনি চলে গেছেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২৯ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ