
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জে জনসভা করেছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি আশরাফ আলী আকন বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটাতে ব্যর্থ। এতে জনগণের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তিনি সংখ্যানুপাতিক (PR) নির্বাচনের দাবি জানিয়ে বলেন, প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দের মাধ্যমেই জনগণের প্রকৃত ম্যান্ডেট প্রতিফলিত হবে। এতে দেশে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত হবে।
প্রধান বক্তা উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে জনগণ সমর্থন দিলে নির্বাচিত হয়ে বরিশাল-৩ আসনকে পার্সেন্টিসমুক্ত ঘোষণা করা হবে। তিনি বাবুগঞ্জ-মুলাদি সংযোগ সেতু দ্রুত বাস্তবায়ন, আগরপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং লাকুটিয়া সড়ক সংস্কারের দাবি জানান।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ মাতুব্বর এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শামসুল হক।
জনসভায় স্থানীয় জনতা, রাজনৈতিক কর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অংশগ্রহণকারীরা রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতির দাবিতে সমর্থন জানান।