ভোলা পৌরসভার তিনটি গাড়িতে আগুন, উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

হোম পেজ » লিড নিউজ » ভোলা পৌরসভার তিনটি গাড়িতে আগুন, উচ্ছেদ অভিযানে সংঘর্ষ
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


 

ভোলা পৌরসভার তিনটি গাড়িতে আগুন, উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

ভোলা পৌরসভায় শনিবার বিকেলে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চলাকালীন হকারদের সঙ্গে পৌরসভার কর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় উত্তেজিত হকাররা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অবৈধ দোকান উচ্ছেদে বাধা দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তিনটি গাড়ি আংশিক পুড়ে গেছে।

জানা গেছে, ভোলা নতুন বাজার সড়কে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল। সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪২:২৯ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ