ভ্যাট কর্মকর্তার অপসারণ দাবিতে কুয়াকাটায় ব্যবসায়ীদের মানববন্ধন

হোম পেজ » কুয়াকাটা » ভ্যাট কর্মকর্তার অপসারণ দাবিতে কুয়াকাটায় ব্যবসায়ীদের মানববন্ধন
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


 

ভ্যাট কর্মকর্তার অপসারণ দাবিতে কুয়াকাটায় ব্যবসায়ীদের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে ভ্যাট কর্মকর্তার অশালীন আচরণের অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কুয়াকাটা জামায়াতে ইসলামী’র সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান ও খাবার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রেজাউল কলিম।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত ৮ অক্টোবর পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (ভ্যাট কর্মকর্তা) জামিউল আলম কুয়াকাটার একটি হোটেলে গিয়ে ম্যানেজারের সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা তার অপসারণ দাবি করেন।

মানববন্ধনে পর্যটন সংশ্লিষ্ট ১৬টি পেশার শতাধিক ব্যবসায়ী অংশ নেন। বক্তারা সতর্ক করেন, দ্রুত সময়ের মধ্যে ওই কর্মকর্তাকে অপসারণ না করা হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ভ্যাট কর্মকর্তা জামিউল আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৪:০৭:১২ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ