কুয়াকাটা ও মহিপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা স্থগিত

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা ও মহিপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা স্থগিত
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


 

কুয়াকাটা ও মহিপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা স্থগিত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

আজ শনিবার (২৫ অক্টোবর) কুয়াকাটা ও মহিপুর এলাকায় নির্ধারিত বিদ্যুৎ বন্ধের কর্মসূচি স্থগিত করেছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি।

এর আগে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশে গাছের ডালপালা কর্তন ও লাইন আপগ্রেডেশন কাজের কারণে আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে শুক্রবার গভীর রাতে কুয়াকাটা জোনাল অফিসের এজিএম মোতাহার উদ্দিন জানান, মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় শনিবার ভোর থেকে বিপুল সংখ্যক ট্রলার সমুদ্রে যাবে। এতে বরফের চাহিদা বেড়ে যাওয়ায় বরফ কল মালিকদের অনুরোধে বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণাটি স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, আপাতত পূর্বের ঘোষণা স্থগিত করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হবে। রক্ষণাবেক্ষণ কাজের নতুন সময় পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০:২৮:২৯ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ